November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এই ১০টি লক্ষণ দেখলেই শত হস্ত দূরে থাকুন এই মানুষদের কাছে  

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

মানুষ চিনতে আমরা সকলেই অল্পবিস্তর ভুল করে থাকি। তাই বিশ্বাস করে ঠকার অভিজ্ঞতা আমাদের সকলের জীবনেই রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই তা হয়ে থাকে নিজেদের কিছু ভুল, দেখেও না দেখা কিছু কারণের জন্য। বেশ কিছু লক্ষণ দেখে চিনে নেওয়া যায় ক্ষতিকারক, বিষাক্ত মানুষদের। জেনে নিন এমনই কিছু লক্ষণ যা দেখে সহজেই চিনে নিতে পারবেন তাদের।

এরা এতই স্বার্থপর হন যে সব সময় নিজেদের নিয়ে ভাবেন। কথোপকথন চলার সময়ও সারাক্ষণ নিজেদের নিয়েই কথা বলেন। অন্যদের কথা শুনতে বা অন্যদের নিয়ে ভাবতে এরা বেশি আগ্রহী নন।

এরা কখনই নিজেদের ভুল স্বীকার করেন না। এরা শুধুই নিজেদের গুরুত্ব দেন। কোনও ব্যাপারেই নিজেদের ভুল স্বীকার করেন না। তর্ক করেন।

এদের জীবনে সব সময়ই কোনও না কোনও নাটক চলতে থাকে। নিজের বিয়েতে পেট খারাপ হওয়া, হয়তো এদের বেস্ট ফ্রেন্ডই এদের স্বামীর সঙ্গে পালিয়ে গিয়েছে, ড্রাই ক্লিনার এদের প্রিয় পোশাক হারিয়ে ফেলে…সত্যিই কি সব খারাপ এদের সঙ্গেই হয়? নাকি এরা নিজেদের জীবন সে ভাবেই দেখেন? এ ভাবে কি তারা গুরুত্ব পেতে চান?

ছোটখাট মিথ্যা কথা আমরা সকলেই বলে থাকি। কেউ যদি কারণে অকারণে নিজের সুবিধার্থে প্রায়ই মিথ্যা বলে থাকেন তা হলে সাবধান থাকুন।

কেউ কি আপনার সঙ্গে আলাপ জমাতে, বন্ধুত্ব করতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন?  সব সম্পর্কই গড়ে উঠতে কিছুটা সময় লাগে। কিন্তু সেই সময় না দিয়ে কি এরা গায়ে পড়ে আপনার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়তে চাইছেন?

এরা সব সময় নিজেদের ভুল বা না পারার জন্য অন্যদের দায়ী করেন। সময় মতো কাজ শেষ করতে পারেননি কারণ কেউ তাদের মনে করাননি, স্ত্রী রাতে অ্যালার্ম সেট করে দেননি তাই তারা সকালে উঠে মিটিংয়ে আসতে পারেননি, কেউ তাকে ডাক্তারের নম্বর দেযনি বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেনি, এই ধরনের অজুহাত তারা দিয়েই থাকেন।

এরা প্রায় কখনই কারও সম্পর্কে ভাল কথা বলেন না। সব সমালোচনা ক্ষতিকারক নয়, কিন্তু এরা ক্ষতিকারক সমালোচনা, এমনকী ক্ষতি পর্যন্ত করতে পারেন।

আমাদের সকলের সঙ্গেই খারাপ কিছু ঘটে। খারাপ অভিজ্ঞতা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ভুলে গিয়ে এগিয়ে যাই। কিন্তু বিষাক্ত মানুষরা কিছুই ভোলেন না বা ভুলতে চান না। কোনও না কোনও ভাবে এরা প্রতিশোধ নেবেনই। বার বার সেই কথার অবতারণাও করে থাকেন এরা।

সাধারণত এরা অনেক কথাই ঘুরিয়ে বলেন। বিভিন্ন ভাবে কথা বলে অন্যদের ও পরিস্থিতি নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন। যতক্ষণ না তাতে নিজেদের সুবিধা হচ্ছে বা সত্যিটা সকলের সামনে আসছে।

এরা সাধারণত মানুষের সঙ্গে ভাল ব্যবহার করেন না। শুধু প্রয়োজনেই এরা মিষ্ট ব্যবহার করে থাকেন। প্রয়োজন না থাকলে ভাল ব্যবহার করার দরকার অনুভব করেন না এরা। কেউ কেমন মানুষ সেটা বোধার জন্য তাঁর ব্যবহার খেয়াল রাখুন। বিশেষ করে ওয়েটার, পিওন বা দুধওয়ালার সঙ্গে কেমন ব্যবহার করছেন। অধিকাংশ ক্ষেত্রেই এই সব মানুষরা এদের সঙ্গে থারাপ ব্যবহার করে থাকেন।

Related Posts

Leave a Reply