দিনে ২০ লিটার না খেলেই তিনি শেষ
৩৬ বছরের মার্কের অসুখের নাম ডায়াবেটিস ইনসিপিডাস। জল খাওয়ার পরই তাঁর প্রস্রাব পায়। শরীর কিছুতেই ধরে রাখতে পারে না জল ! তাই দিনে প্রায় ২০ লিটার জল খেয়ে প্রাণরক্ষা করতে হচ্ছে তাঁকে!
তবে মাত্রাতিরিক্ত পরিমাণে এই জল খাওয়ায় আপাতত প্রাণ বাঁচলেও, এই প্রবণতা থেকেও আসতে পারে বিপণ্ণতা। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত জল শরীরে থাকলে তা থেকে মস্তিষ্ক আক্রান্ত হতে পারে। কিংবা রাতারাতি শরীরের সোডিয়াম লেভেল কমে গিয়েও বিরাট বিপদ ডেকে আনতে পারে।
দিনরাত এক প্রবল তৃষ্ণার ফাঁদে জীবন কাটছে মার্কের। কীভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, তাঁর জানা নেই। তাই ঘুরছেন এক চিকিৎসক থেকে অন্য চিকিৎসকের দোরগোড়ায়। আশা, যদি কোনও উপায়ে মুক্তি মেলে।