November 23, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

লালচে হয়ে যাচ্ছে সাদা শার্ট? সাদা করতে জেনে নিন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সাদা শার্ট যারা পরেন তাদের জন্য এ বিষয়টি প্রায়ই বিব্রতকর হয়ে ওঠে। শার্টের কয়েকটি স্থানে লালচে হয়ে যাওয়ায় কিছুদিন ব্যবহার করেই শার্টটি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
সাদা শার্টের বাহু ও কয়েকটি স্থানে লাল দাগ সবচেয়ে বিরক্তিকর হয়ে ওঠে। এছাড়া এটি দেখা যায় বগলের আশপাশেও। তবে এ সমস্যার সমাধানও করা সম্ভব। এক্সপার্ট জোলি কার বলেন, সাদা শার্টে দাগ পড়ার অন্যতম কারণ হলো আপনার দেহ থেকে নিঃসৃত ঘাম, বর্জ্য পদার্থ ও ডিওডোরেন্টে ব্যবহৃত অ্যালুমিনিয়াম। এক্ষেত্রে অ্যান্টি-পার্সপাইরেন্ট ডিওডোরেন্ট সবচেয়ে বড় ভূমিকা রাখে।

এ সমস্যার সমাধান কোথায়? এ প্রসঙ্গে জোলি বলেন, ডিওডোরেন্টে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ঘাম প্রতিরোধে ব্যবহৃত হয়। কিন্তু এটি যখন আপনার ঘামের প্রোটিনের সঙ্গে মিশ্রিত হয় তখন তা বাদামি রং ধারণ করে এবং সাদা শার্টে দাগ তৈরি করে।
আর তাই বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টি-পার্সপাইর‌্যান্ট ডিওডোরেন্ট বাদ দিয়ে সাধারণ ডিওডোরেন্ট ব্যবহার করতে হবে। এতে সাদা শার্টে লাল হওয়ার প্রবণতা কিছুটা কমবে। তবে আপনি যদি গরম পরিবেশে কাজ করেন, যেখানে শরীরে ঘাম তৈরি হয় তাহলে আরও কয়েকটি পদ্ধতি ব্যবহার করা যায়। যেমন বগলসহ সারা দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পশম নিয়মিত ছেটে ফেলা।
এক্ষেত্রে সাদা শার্ট ব্যবহারের সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার প্রয়োজনীতা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নিয়মিত ডিটারজেন্ট এক্ষেত্রে খুব একটা কার্যকর হবে না। এজন্য ব্যবহার করা যেতে পারে অক্সিক্লিন, যা সাদা শার্টের এ লালচে ভাব দূর করবে।

Related Posts

Leave a Reply