টুইটার বিপর্যয় সাতসকালে, ইলন মাস্ক আমলে প্রথম বিপত্তি
সাতসকালে বসে গেল টুইটার পরিষেবা । শুক্রবার সকাল থেকেই নেটিজেনদের অভিযোগে ভরে যায় মাইক্রোব্লগিং সাইট। সাইটে লগ ইন করতে পারেননি অনেকে। বারবারই এসেছে পপ আপ, ‘সামথিং ওয়েন্ট রং, ট্রাই এগেইন!’
জানা গেছে, ভারতীয় সময়, ভোর তিনটের দিকে এই সমস্যা শুরু হয়েছে। বেলা সাতটা বাজার পর থেকে বাড়তে থাকে সমস্যা। একের পর এক টুইারিয়ান লিখতে থাকেন, কোনও ভাবেই লগ ইন করতে পারছেন না।
সবে দিন তিনেক হয়েছে, ইলন মাস্ক মালিকানা পেয়েছেন টুইটারেরে। … কোটি টাকা দিয়ে টুইটার কিনে নিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে ছাঁটাই অভিযান। টুইটারের সিইও পরাগ আগরওয়ালের চাকরি যায় প্রথম দিনেই। আরও কয়েক জন উচ্চপদস্থ আধিকারিককে ছাঁটাই করা হয়। আজ, শুক্রবার গণসাফাই অভিযানের কথাও জানান তিনি।