May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

পোশাক খুলে গেলেও থামেননি এই  স্কেটার

[kodex_post_like_buttons]

কখনো মডেল, কখনো অভিনেত্রী। পোশাক বিভ্রাটে পরে লজ্জিত হয়েছেন অনেকেই। কিন্তু এমন এক আসরে নেমে পোশাক বিভ্রাট হলে অনেকেই হয়তো ভেঙে পড়তেন। কিন্তু এই স্কেটার ভেঙে না পরে জীবনের সেরা পারফরমেন্স দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার স্কেটার য়ুরা মিন জীবনের প্রথম উইন্টার অলিম্পিকের আসরে এসেই স্টেজে পোশাক বিভ্রাটে পড়লেন । তবুও এক মুহূর্তের জন্য থামেনি তার পা। ওই অবস্থাতেই পুরো রুটিন শেষ করেছেন তিনি।

আরও পড়ুন : ৬ কোটির কেক শুনে খাওয়া তো দূর, ছুঁতেও ভয় করবে 

দক্ষিণ কোরিয়ার স্কেটার য়ুরা মিন তার পার্টনার আলেক্সজান্ডার গেমলিনকে নিয়ে স্কেটিং করতে নামেন। স্কেটিং করতে করতে হঠাৎ তার জামার হুক খুলে যায়। তারপরেও স্কেটিং করে গেছেন তিনি। ক্যামেরায় মিনের অভিব্যক্তি দেখে বোঝার উপায় ছিল না যে তার পোশাকে সমস্যা দেখা দিয়েছে। দিব্যি পেশাদারদের মতোই রুটিন শেষ করেছেন তিনি। এছাড়া তার পার্টনার আলেক্সজান্ডারকেও পুরো রুটিনে ‘কুল’ দেখা গেছে।  যদিও একবার তাকে মিনের পোশাক ঠিক করতে দেখা গেছে।

হুক খুলে যাওয়ায় পোশাকটি সামনের দিকে আলগা হয়ে যাচ্ছিল। তা সামাল দিয়ে দেন আলেক্সজান্ডার। ক্যামেরাতে অবশ্য সেটা ধরাও পড়েছে।

পরে সাংবাদিকদের তিনি জানান, প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। নার্ভাস হয়ে পড়েছিলাম ঠিকই। কিন্তু মাঝপথে থামলেই যে পয়েন্ট কাটা যাবে। তাই কোনো কিছু না ভেবেই স্কেটিং করে গেছি।

তবে এই পরিস্থিতিতেও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি। পোশাক যাতে খুলে না আসে তার জন্য হাত দুটিকে সবসময় টানটান করে পিছনের দিকে রাখার চেষ্টা করেছেন। হাত দুটিকে সামনে আনলে বা ঝুঁকলে অনুষ্ঠানটি মাটি হয়ে যেত। মিনের এটা প্রথম অলিম্পিক।

পয়েন্ট ঘোষণার পর দেখা যায়- মিন ও আলেক্সজান্ডার ৫১.৯৭ পয়েন্ট পেয়ে নবম স্থান পেয়েছেন। তবে নম্বর দেখে মোটেও অখুশি হননি মিন ও আলেক্সজান্ডার। পোশাক বিভ্রাট না হলে ফলাফল অন্য রকম হতো বলে জানিয়েছেন তারা।

Related Posts

Leave a Reply