May 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি শারীরিক

বাতাসের বিষ যাচাই করবে স্মার্টফোন !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

প্রতিদিনই প্রযুক্তি জগতে যুক্ত হচ্ছে নতুন নতুন পণ্য ও সেবা। স্মার্টফোন এরই একটি। যোগাযোগ রক্ষার পাশাপাশি নানা কাজে ব্যবহৃত হচ্ছে এই স্মার্ট ফোন। এবার আশপাশের বাতাস পর্যালোচনা করে বিষাক্ত রাসায়নিক পদার্থ পেলেই ব্যবহারকারীদের সতর্কও করবে স্মার্টফোন।

বাতাসে থাকা কণা বিশ্লেষণের জন্য বিশেষ ধরনের সেন্সরও রয়েছে ‘ক্যাট এস৬১’ নামের স্মার্টফোনটিতে। ওয়াটারপ্রুফ এই স্মার্টফোনটিতে থার্মাল ইমেজ ক্যামেরা থাকায় ফ্যাক্টরিতে কাজ করা ব্যক্তিরা সহজেই দেয়ালের আড়ালে থাকা ক্ষতিকর উপাদান বা রাসায়নিক সম্পর্কে জানতে পারবে।

বার্সেলোনায় চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ক্যাটের তৈরি স্মার্টফোনটি দেখার সুযোগ মিলবে। এই বছরের মধ্যেই বাজারে আসতে চলেছে এই অত্যাধুনিক ফোন। স্মার্টফোনটি কিনতে গুনতে হবে ৯৯৯ ডলার।

 

Related Posts

Leave a Reply