May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ধর্ষিতার কুমারীত্ব পরীক্ষায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করলো বাংলাদেশ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

দুই আঙুলের মাধ্যমে ধর্ষণ পরীক্ষা পদ্ধতি নিষিদ্ধ করেছে বাংলাদেশ হাই কোর্ট। এই সংক্রান্ত এক মামলায় আজ বৃহস্পতিবার সেদেশের হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সহিদুল হক এর ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

প্রসঙ্গত, দুই আঙুলের মাধ্যমে ধর্ষণ পরীক্ষা পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে একযোগে হাইকোর্টে একটি রিট আবেদন করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট -ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, এবং দুই চিকিৎসক। এর পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ৯ অক্টোবর হাইকোর্ট মহিলা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষায় ‘টু ফিঙ্গার টেস্ট’ -কে অবৈধ ঘোষণা করা হবে না কেন, তা নিয়ে রুল পিটিশন দাখিল করেন।

এই ব্যাপারে আদালত বলেছেন, ধর্ষণের শিকার নারী ও শিশুর শারীরিক পরীক্ষার জন্য ক্ষেত্রে এই ‘টু ফিঙ্গার টেস্ট’ এর বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। অথচ এই রাজ্য পশ্চিমবঙ্গ সহো ভারতের সর্বত্রই এখনো এভাবেই কুমারিত্বের পরীক্ষা করা হয়ে থাকে। এবং ধর্ষিতাকে এই ভাবে পরীক্ষার পর হাসপাতাল কতৃপক্ষের দেওয়া রিপোর্ট আইনত সিকৃত হয়। প্রতিবেশী দেশটিতে দীর্ঘদিন ধরেই এই পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়ে আসছিলো। শেষ পর্যন্ত প্রতিবাদের জয় হলো।

 

Related Posts

Leave a Reply