May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

 ট্রাম্পের নির্দেশে যুদ্ধে জড়ালে বিপদে পড়বে ব্রিটেন -জেরেমি করবিন

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে-কে সিরিয়া যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সেদেশের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন। তিনি তেরেসাকে উদেশ্য করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মণ ঠিক হবেনা। বরং আপনি জাতিসংঘের স্বাধীন তদন্ত রিপোর্টের অপেক্ষা করুন। সেটাই বুদ্ধিমানের কাজ হবে।

শুক্রবার করবিন এক বিবৃতিতে বলেন, কীভাবে কাজ করতে হবে সেজন্য ব্রিটিশ সরকার দৃশ্যত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষা করছে। কিন্তু মার্কিন প্রশাসন উদ্বেগজনকভাবে পরস্পরবিরোধী সংকেত দিচ্ছে। এই অবস্থায় ব্রিটেনের উচিত জাতিসংঘের নেতৃত্বাধীন স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত রিপোর্টের ওপর নির্ভর করা যাতে দোষীদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায়।

জেরেমি করবিন বলেন, সিরিয়া সরকারের বিরুদ্ধে কোনো রকমের সামরিক হামলায় জড়িত হতে হলে অবশ্যই জাতীয় সংসদের সঙ্গে পরামর্শ করতে হবে। তিনি বলেন, সিরিয়ায় হামলার বিষয়ে সংসদকে বাদ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা মন্ত্রিসভার উচিত হবে না। সিরিয়ায় হামলা হলে পরিস্থিতি জটিল হবে বলেও তিনি সতর্ক করেন।

 

Related Posts

Leave a Reply