May 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular বিনোদন

গাজায় ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে পুরস্কার প্রত্যাখ্যান হলিউড অভিনেত্রীর 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি বংশোদ্ভুত হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান। ইসরায়েলের জেনেসিস নামের একটি সংগঠন থেকে তাকে এবার পুরস্কার দেওয়ার কথা ছিল।

জেনেসিস সূত্রে জানা গেছে, গাজায় সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে নাটালি এই সিদ্ধান্ত নিয়েছেন। খ্যাতিম্যান এই অভিনেত্রীকে পুরস্কৃত করার জন্য আয়োজিত অনুষ্ঠান তার সিদ্ধান্তের পর বাতিল করেছে আয়োজক সংস্থা জেনেসিস।

এদিকে আয়োজক কতৃপক্ষ  জেনেসিস তাদের বিবৃতিতে বলেছে, আমরা নাটালির মানবিকতা বোধের প্রশংসা করি এবং জনসম্মুখে ইসরায়েলি সরকারের নীতির সমালোচনার অধিকারের প্রতিও সম্মান জানাই। তবে জেরুজালেমে আয়োজিত আমাদের অনুষ্ঠানে তিনি রাজনৈতিক কারণে হাজির হতে অস্বীকার করায় আমরা খুবই ব্যথিত। আমাদের আশঙ্কা হচ্ছে, তার এই সিদ্ধান্তের কারণে আমাদের দাতব্য উদ্যোগটি রাজনীতিকরণের মুখে পড়তে পারে।

 

Related Posts

Leave a Reply