May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পরমাণু যুদ্ধ শুরু হলে পৃথিবীর মানচিত্র থেকে প্রথমেই মুছে যাবে জাপান -উত্তর কোরিয়া 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

এবার জাপানকে হুঁশিয়ারি বার্তা দিল উত্তর কোরিয়া। কোরিয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে নাকি রেডিও অ্যাক্টিভ মেঘমণ্ডলীতে প্রথমেই ঝলসে যাবে জাপান।

উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত দৈনিক রোডং সিনমুন এক প্রতিবেদনে এমনই এক হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে মার্কিন কয়েকটি ঘাঁটি রয়েছে এবং কোরিয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে তেজস্ক্রিয় মেঘমণ্ডলীতে প্রথমেই যে দেশ ঝলসে যাবে সেটি হলো জাপান।

সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজের স্বার্থ সম্পর্কে যদি সত্যিই সচেতন হয় তারা তবে শান্তিপূর্ণ ভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা জাপানের করা উচিত। এছাড়া জাপানকে অতীতের পরমাণু বোমা হামলার অভিজ্ঞতার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পরমাণু বোমার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই আছে। পরমাণু বোমার অভিজ্ঞতা কতোটা ভয়াবহ তা অন্যের চেয়ে জাপান বেশ ভাল করেই জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে।

 

Related Posts

Leave a Reply