May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আমেরিকাকে উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান -রুহানি 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পরমাণু ইস্যুতে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-আমেরিকার সম্পর্ক। আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে এই দুই দেশ। চলছে হুমকি পাল্টি হুমকি। আর তারই জের ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে আবারও হুঙ্কার দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

পরমাণু সমঝোতা বাতিল করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্ররিপ্রেক্ষিতে শনিবার তিনি বেশ চরা সুরে হুঁশিয়ারি দিয়েছেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ‘প্রত্যাশিত ও অপ্রত্যাশিত’ সিদ্ধান্তের মোকাবেলায় তার দেশের আনবিক সংস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ‘যে পদক্ষেপ তারা আশা করছে অথবা যে পদক্ষেপ তারা প্রত্যাশা করছে না তার জবাব দিতে আমাদের আণবিক সংস্থা সম্পূর্ণ প্রস্তুত।’ তবে সেই প্রস্ততি কী, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তার বিস্তারিত বলেননি রুহানি। তবে পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে ইরানের বৈদেশিক মুদ্রা বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেছেন রুহানি।

 

Related Posts

Leave a Reply