May 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

দুই কোরিয়ার শান্তি বৈঠকে একমাত্র মহিলা হিসেবে নজর করলেন কিমের বোন ইয়ো জং 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

এই বছর দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলে ছিলেন তিনি। দীর্ঘ সময় পর এবার দুই দেশের গুরুত্বপূর্ণ শান্তি আলোচনাতেও একমাত্র মহিলা হিসেবে জায়গা করে নিয়েছেন। তিনি কিম ইয়ো জং। সম্মেলন উপলক্ষে আয়োজিত বৈঠকের টেবিলে বড় ভাই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পাশেই বসেছিলেন তিনি। শুক্রবার সেই বৈঠকে ছয় সদস্যের মধ্যে তিনিই ছিলেন একমাত্র মহিলা।

ভাই যখন বক্তৃতা দিচ্ছিলেন তখনও সবার আগ্রহের কেন্দ্র বিন্দুতে ৩০ বছরের ইয়ো জং। এই ঐতিহাসিক সম্মেলনকে বাস্তবে রূপ দিতে তিনি-ই মূলত কলকাঠি নেড়েছেন। ১৯৫৩ সালে যুদ্ধ শেষ হওয়ার পর কিম ইয়ো জং প্রথম সদস্য যিনি দক্ষিণ কোরিয়া সফর করেন। শীতকালীন সেই অলিম্পিকে দুই কোরিয়ার বৈরিতার অবসানের বার্তাও তিনি দিয়েছিলেন।

২০১৪ ওয়ার্কার্স পার্টিতে ডেপুটি ডিরেক্টরের পদ পাওয়ার পর থেকেই উত্তর কোরিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। ওই বছরের শেষের দিকে ভাই অসুস্থ হওয়ার পর অল্প সময়ের জন্য দেশ চালানোর ভারও নিজের কাঁধে নিয়েছিলেন তিনি।

 

Related Posts

Leave a Reply