May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

দূতাবাসের টয়লেটে গোপন ক্যামেরা লাগিয়ে ধরা পড়লেন এক নৌসেনা কর্তা !

[kodex_post_like_buttons]

 

নিউজ ডেস্কঃ

ওয়াশিংটনে নিউজিল্যান্ড দূতাবাসের একটি টয়লেটে গোপন ক্যামেরা লাগানোর ঘটনায় সেই দেশের নৌবাহিনীর এক শীর্ষ কর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এই বাথরুম ব্যবহার করা লোকজনের অন্তরঙ্গ ছবি তুলে রাখতে তিনি এই ক্যামেরা লাগিয়েছিলেন বলে অভিযোগ। খবর এএফপি’র।

এই গোপন ক্যামেরা যখন উদ্ধার করা হয় তখন ওয়াশিংটন দূতাবাসে সিনিয়র প্রতিরক্ষা আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন কমোডর আলফ্রেড কিয়াটিং। ক্যামেরাটি টয়লেটের ভিতরে এমন এক স্থানে লাগানো হয়, যাতে টয়লেট ব্যবহার করা লোকজনের গোপন ছবি তুলে রাখা যায়।’ হঠাৎ একদিন ক্যামেরাটি খুলে বাথরুমের মেঝেতে পড়লে এটি উদ্ধার করা হয়। পরে পরীক্ষা করে দেখা যায় যে এটি বেশ কয়েক মাস আগেই সেখানে লাগানো হয়েছিল।

কূটনৈতিক সুবিধা ভোগের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে এই মামলায় রেহাই পেলেও নিউজিল্যান্ড পুলিশ মামলার নথিপত্র হাতে পাওয়ার পর তার বাড়ি তল্লাশি করে। তবে ক্যামেরায় অশোভন কিছু পাওয়া না গেলেও পুলিশ এর সাথে কিয়াটিংয়ের যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। কেননা, তিনি এই ক্যামেরার সাথে একটি সফটওয়্যার স্থাপন করেছিলেন। তবে কিয়াটিং এই মামলায় তার দোষ স্বীকার করেননি।

 

Related Posts

Leave a Reply