May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

অরুণাচল সীমান্তে বিশাল সোনার খনির খোঁজ ! সংঘাতের আশংকায় ভারত-চীন 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আবারও মুখোমুখি অবস্থানে ভারত-চীন। সম্প্রতি অরুণাচল সীমান্তবর্তী এলাকায় বিশাল স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। ইতোমধ্যে চীন এই অঞ্চলে নিজেদের অংশে খননকার্য শুরু করেছে।

প্রসঙ্গত, চীন অরুণাচলকে দীর্ঘ দিন ধরেই দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে। ভারতীয় সীমান্ত সংলগ্ন চীনের হুনজে কাউন্টিতে খননকার্য শুরু করেছে বেজিং। জানা গেছে, সেখানে সোনা, রুপাসহ মূল্যবান খনিজের যে বিশাল খনির খোঁজ পাওয়া গেছে তার আনুমানিক মূল্য ৬০০ কোটি মার্কিন ডলার। এই কারণেই চীন ও ভারতের মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল দক্ষিণ তিব্বতের দাবিকে আরো সুদৃঢ় করবে। খনিজ উত্তোলনের পাশাপাশি সীমান্তে ব্যাপক নির্মান কাজ চালু করা, অরুণাচলকে আরেকটা দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক সংঘাতের মতো অবস্থায় নিয়ে যেতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

 

Related Posts

Leave a Reply