June 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বিশ্বকাপের ঠিক আগে আকাশ ভেঙ্গে পড়লো আর্জেন্টিনার মাথায় !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ২২ দিন। তার ঠিক আগেই বড় ধরণের দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা। হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দেশের নির্ভরযোগ্য গোলরক্ষক সার্জিও রোমেরো। শিগগিরই তার বিকল্প গোলরক্ষকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা রোমেরা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি (৮৩) ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক। মঙ্গলবার বুয়েনস আইরসে অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পান তিনি। পরীক্ষার পর তার ডান হাঁটুতে ‘ব্লকেজ’ ধরা পড়েছে। এর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন আছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

২৩ সদস্যের আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে রোমারোর পাশাপাশি আরও দুই গোলরক্ষক রয়েছেন। তারা হলেন চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। তবে রোমেরোর বিকল্প হিসেবেও আরেক গোলরক্ষককে দলে নিচ্ছে আর্জেন্টিনা। তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানকে দলে অন্তর্ভূক্তি করা হবে বলে জানিয়েছে এএফএ। আগামী ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা।  ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।

 

Related Posts

Leave a Reply