May 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali ওপার বাংলা রোজনামচা

এখন দেশ আর দেশ নেই -তসলিমা নাসরিন 

[kodex_post_like_buttons]
তসলিমা নাসরিন:
ষাট দশকের শেষের দিকটা দেখেছি। সত্তর আর আশির দশকের বাংলাদেশে বড় হয়েছি। সেক্যুলার পরিবেশ পেয়েছি। এখনকার হিজাব বোরখা, টুপি দাড়ি কালো দাগওয়ালা কপাল মসজিদ মাদ্রাসার যুগ আর আমাদের আগের সেই যুগে আকাশ পাতাল পার্থক্য। পাকিস্তানি শাসকের বিরুদ্ধে বাঙ্গালির গণআন্দোলন দেখেছি, একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছি, একটি সেক্যুলার রাষ্ট্রের গড়ে ওঠা দেখেছি। যদিও রাজনৈতিক হত্যাকান্ড ছিল, ক্যু ছিল, দুর্ভিক্ষ ছিল, তবু বাংলাদেশের স্বর্ণযুগ ছিল তখনই। এখন দেশ আর দেশ নেই। বর্বর আরবদের বর্বর সংস্কৃতি আমদানি করে বাঙ্গালি সংস্কৃতিকে ধংস করে দেওয়া হয়েছে। উদ্ভট উটের পিঠে চলেছে আমার স্বদেশ!

Related Posts

Leave a Reply