May 17, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা সফর

এভারেস্টের বর্জ্য পরিষ্কারের অভিযানে নামলো চীন, ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে ৯ টন বর্জ্য !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

এভারেস্টে ক্লাইম্বিংয়ের সময় নানান ধরণের আবর্জনা ফেলে আসেন পর্বতারোহীরা। এই সব বর্জ্য পরিষ্কারে এবার অভিযানে নামলো চীন। এভারেস্টের চূড়া থেকে ইতিমধ্যেই সাড়ে আট টন আবর্জনা পরিষ্কার করেছে বেজিং।

জানা গেছে, চীন গত এপ্রিল মাস থেকে এভারেস্টের চূড়ায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে৷ আর এই কাজে নিয়োগ করা হয়েছে ৩০ সদস্যের একটি দল৷ কাজে নিয়োজিত লোকেরা জানাচ্ছেন, এভারেস্টের চূড়ো থেকে আবর্জনা পরিষ্কার করা ভীষণ কষ্টসাধ্য। পরিসংখ্যান বলছে, তিব্বতের দিক থেকে ২০১৭ সালে এভারেস্টে আরোহন করেছিলেন ২০২ জন অভিযাত্রী। নেপালের দিক থেকে এভারেস্টে উঠেছিলেন ৪৪৬ জন। অন্য দিক থেকেও সহস্রাধিক অভিযাত্রী এভারেস্টে উঠেছেন বা ওঠার চেষ্টা করেছেন। তাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ফেলে আসার কারণেই এভারেস্ট চূড়ায় দূষণ ছড়িয়েছে।

২০১৪ সাল থেকে নেপাল সরকারের তরফ থেকে প্রত্যেক অভিযাত্রীকে ৮ কিলোগ্রাম আবর্জনা ফেরত আনার জন্য দুটি ব্যাগ দেয়। তিব্বতীয় প্রশাসন ২০১৫ সাল থেকে একই নীতি গ্রহণ করেছে। এর ফলে, দূষণের পরিমাণ কিছুটা কমেছে। এদিকে, এভারেস্টের পথে পরিবেশবান্ধব শৌচাগার নির্মানের কথা ঘোষণা করেছে বেজিং।

Related Posts

Leave a Reply