May 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বাবার নির্বাচনী আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন নওয়াজ কন্যা মরিয়ম 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ (৪৪) দেশের আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নিতে চলেছেন। লাহোরে জাতীয় পরিষদের ১২০ নম্বর আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন তিনি।

২০১৩ সালে তার বাবা নওয়াজ শরিফ এই আসন থেকেই জয় পেয়েছিলেন। এবার বাবার নির্বাচনী আসনেই লড়তে যাচ্ছেন মরিয়ম। গত বছর দেশটির সর্বোচ্চ আদালত নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। এরপরই ওই আসন থেকে নওয়াজপত্নী কুলসুম নওয়াজ উপ-নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন।

কুলসুম নওয়াজ বর্তমানে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তবে নির্বাচনে জয়লাভ করলেও ক্যান্সারের চিকিৎসার কারণে লন্ডন চলে যাওয়ায় আর শপথ নেওয়া হয়নি তার। ইতিমধ্যে মরিয়ম নওয়াজ ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। জানা গেছে, নওয়াজকন্যা মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে বিচার চলছে। তবে তার মনোনয়ন শেষ পর্যন্ত টিকবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

 

Related Posts

Leave a Reply