May 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

সুকুমার রায় বেঁচে থাকলে কী নাম দিতেন এই পাখিমুখী মাছটির ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সুকুমার রায় বেঁচে থাকলে এই প্রাণীটির কি নাম দিতো জানা নেই। কিন্তু ইটা কল্পনার হাঁসজারু নয়, বাস্তবেই যে এমন ‘মাছপাখি’ থাকতে পারে তা অন্তত দেখে যেতে পারতেন তিনি। অদ্ভুত দর্শন এই মাছটির দেহটা মাছের মতোই। কিন্তু মাথাখানি পাখির। অদ্ভূত এই মাছটি ধরা পড়েছে এক চীনা মৎস্যশিকারীর ছিপে। দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরের এমন ঘটনায় রীতিমতন ঝড় উঠেছে। মাছটির চেহারা দেখে মনে হচ্ছে এটি সাধারণ রুই-জাতীয় মাছ। কিন্তু এর মাথাটি অবিকল পায়রার মতো এশিয়া ও উত্তর আমেরিকায় এই জাতীয় রুই অতি সাধারণ। কিন্তু এমন মাথাওয়ালা মাছ আগে কখনও দেখা যায়নি বলেই দাবি প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের।

জানা গেছে, মাছটিকে ধরা হলেও পরে তাকে আবার জলে ছেড়ে দেওয়া হয়। তবে তার আগে অবধারিত ফ্রেমবন্দি করা হয়েছে পাখিমুখী মাছকে। আপাতত ইন্টারনেট মাত করেছে সে ছবি।এর আগে গত মাসে চীনে আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে ৩০টি নতুন সামুদ্রিক প্রাণি খুঁজে পাওয়া যায়। সেগুলোর একটি ছিল র‌্যাটফিস, যার বৃহদাকৃতির কান এবং চোখ আছে। যদিও তারা অন্ধ। এই ধরনের প্রাণি এর আগে দেখা যায়নি।

 

Related Posts

Leave a Reply