May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

উপহারের কথা গোপন করায় জরিমানা করা হলো কানাডার প্রধানমন্ত্রীকে!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কানাডার আইন অনুযায়ী ২০০ ডলারের বেশি দামী কোনো উপহার পেলে তা জনগণকে ৩০ দিনের মধ্যে জানাতে হয়। আর তা না জানানোয় জরিমানা করা হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। গত বছর ৩০০ ডলার মূল্যের দু’জোড়া সানগ্লাস উপহার পেয়েছিলেন তিনি। সেই খবর জনগণকে না জানানোয় তাকে ১০০ ডলার জরিমানা গুণতে হচ্ছে।

২০১৭ সালের জুনে প্রিন্স অ্যাওয়ার্ড আইল্যান্ড সফরের সময় দ্বীপটির প্রধান ওয়েড ম্যাকলুহান ট্রুডোকে ওই সানগ্লাসগুলো উপহার দেন। কানাডার কনফ্লিকট অব ইন্টারেস্ট অ্যান্ড এথিকস কমিশনার মারিও ডিওনের কার্যালয় ট্রুডোর আর্থিক জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিষয়ে ই-মেলে দেওয়া এক বিবৃতিতে ট্রুডোর প্রেস সচিব বলেছেন, প্রশাসনিক ত্রুটির কারণে উপহার সম্পর্কে সঠিক সময়ে জানানো হয়নি। এথিকস কমিশনের কাজে প্রধানমন্ত্রী ট্রুডো শ্রদ্ধাবান। তিনি এই কমিশনের উপদেশ ও পরামর্শ মেনে চলবেন। গত ডিসেম্বরেও নিয়মভঙ্গের অভিযোগ উঠে ট্রুডোর বিরুদ্ধে। বাহামায় আগা খানের মালিকানাধীন ব্যক্তিগত দ্বীপে সপরিবারে ভ্রমণ করেছিলেন ট্রুডো। সেই সফরের ব্যয়ভার ট্রুডো নিজে বহন করেননি বলে অভিযোগ ওঠে।

 

Related Posts

Leave a Reply