May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বিশ্বকাপে ৬৬২ মিনিটের গোল খরা কাটালেন মেসি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বকাপে খেলতে নামার ৬৬২ মিনিট পর গোল পেলেন লিওনেল মেসি। জিতল আর্জেন্টিনা। নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো মেসিরা। নাইজেরিয়ার বিরুদ্ধে রাশিয়া বিশ্বকাপের প্রথম গোল করলো মেসি। আর মেসির এই গোল রাশিয়া বিশ্বকাপের ১০০ তম গোল।

ম্যাচের ১৪ মিনিটেই সুপার ঈগলদের বিরুদ্ধে এই গোলের দেখান পান মেসি। মাঝমাঠ থেকে বানেগার অসাধারণ ক্রস থেকে বুক দিয়ে বল ঠেকিয়ে ডান পায়ের জোড়ালো শটে গোলরক্ষকের ডান দিক দিয়ে ডান কর্নারে আর্জেন্টিনাকে বাঁচিয়ে রাখার গোলটি করেন লিওনেল আন্দ্রেস মেসি। বিশ্বকাপে ৬৬২ মিনিটের গোলখরা কাটালেন মেসি।

উল্লেখ্য, ২০১০ আফ্রিকা বিশ্বকাপে শততম গোল করেছিলেন স্পেনের কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৪ ঘরের মাঠের বিশ্বকাপে ১০০তম গোল করেন ব্রাজিল তারকা নেইমার। আর এবার করলেন মেসি।

 

Related Posts

Leave a Reply