May 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

ইরানের তেল রপ্তানি বন্ধ হলে অন্য দেশেরও তেল বিক্রি বন্ধকরে দেবে তারা  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্দেশে ইরানের তেল রপ্তানি বন্ধ হলে অন্য কোনও দেশও তেল বিক্রি করতে পারবে না। এমনই হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন ইরানি প্রেসিডেন্ট। সুইৎজারল্যান্ডে পৌঁছে তিনি আন্তর্জাতিক মহলে তীব্র মার্কিন বিরোধী ক্ষোভ উগরে দিলেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের চাহিদা অনুসারে সৌদি আরব সর্বকালীন রেকর্ড গড়ে অপরিশোধিত তেল উত্তোলনে জোর দিয়েছে। এর জেরে বিশ্বজুড়ে তেলের দাম কমার ইঙ্গিত মিলেছে। একা সৌদি আরব দুনিয়ার বৃহত্তম জ্বালানি তেল সরবরাহকারী। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরব দুনিয়ার অন্যান্য দেশগুলিও। কিন্তু ইরানের হুঁশিয়ারিতে বিপদের আঁচ পাচ্ছে বিশেষজ্ঞরা।

ইরান কি অন্য দেশের তেল রপ্তানিতে বাধা দেবে? উঠছে সেই প্রশ্ন। ইরানি প্রেসিডেন্টের বক্তব্যে আরব দেশগুলির প্রতি হুঁশিয়ারি দেওয়া হয়। রুহানি জানিয়েছেন, ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিতে চায় মার্কিন সরকার। কিন্তু এমনটা হলে মধ্যপ্রাচ্যের অন্য কোনও দেশ তেল বিক্রি করতে পারবে না।

 

Related Posts

Leave a Reply