May 11, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular খেলা রোজনামচা

থাইল্যান্ডের ১২ ক্ষুদে ফুটবলারের উদ্ধারের খবরটি ভুল, দুঃখিত ‘কলকাতা টাইমস’

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া সেই ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারে কয়েক মাস সময় লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা। এর আগে তাদের উদ্ধার করা হয়েছে বলে খবর প্রকাশ করে বিভিন্ন দেশি-বিদেশি সংবামাধ্যম। পরে জানা যায় যে, উদ্ধারের খবরটি সঠিক নয়। আগে উদ্ধারের খবর প্রকাশ করায় দুঃখ প্রকাশ করছে কলকাতা টাইমস।

প্রায় ৯ দিন আগে আটকে পড়া ফুটবলারদের সবার বয়স ১১-১৬ এর মধ্যে। তাদের কোচের বয়স ২৫ বছর। বন্যার জলের কারণে তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তারা সবাই জীবিত রয়েছে। আজ মঙ্গলবার তাদের খাবার ও প্যারাসিট্যামল ও উচ্চমাত্রার ক্যালরিসহ ওষুধ পাঠানো হয়েছে।

থাইল্যান্ড আর্মড ফোর্স এর এক নেভি ক্যাপ্টেন জানিয়েছেন, আমরা আরও চার মাসের খাবার পাঠানোর প্রস্তুতি নেব। জল সরিয়ে ফেলার পাশাপাশি ফুটবলারদের বের করে আনতে প্রশিক্ষণ দেয়ারও প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

Related Posts

Leave a Reply