May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

শ্রীলংকান বন্দরের নিয়ন্ত্রণ নিলো চীন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারত ও চীনের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। আরও উত্তপ্ত হয়ে উঠছে দুই দেশের সম্পর্ক। চলছে বাকযুদ্ধ। এবার চীনের নিয়ন্ত্রণে থাকা বন্দরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীলঙ্কার নৌ ঘাঁটি। আর চীন এই ভাবেই নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বলে মনে করছেন কূটনীতিবিদরা। এই বন্দরকে চীন সামরিক কাজে ব্যবহার করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

জানা গেছে, বর্তমানে শ্রীলঙ্কার অন্যতম পর্যটনকেন্দ্র গালেতে অবস্থিত ওই নৌ ঘাঁটি। সেটিকেই সরিয়ে নিয়ে যাওয়া হবে ১২৫ কিলোমিটার দুরে হাম্বানতোতায়। এশিয়া ও ইউরোপের মুল শিপিং রুটের কাছেই অবস্থিত ওই বন্দর। দেড়’শ কোটি ডলারে তৈরি হওয়া ওই বন্দর চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ প্রকল্পে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১১২ কোটি ডলারে সেই বন্দর লিজ নিয়েছে চীনের ‘মার্চেন্টস পোর্ট’। এদিকে, নতুন এই সিদ্ধান্তে আশঙ্কা প্রকাশ করেছে ভারত, আমেরিকা, জাপানের মত দেশ। যদিও শ্রীলঙ্কা ওই বন্দর চীনকে সামরিক কাজে ব্যবহার করতে দেবে না বলেই দাবি করেছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘হাম্বানতোতা বন্দর সামরিক কাজে ব্যবহার করা যাবে না বলে চীনকে জানিয়ে দেওয়া হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘ওই বন্দরের নিরাপত্তা থাকবে শ্রীলঙ্কার হাতেই।’ ইতিমধ্যেই শ্রীলঙ্কার নৌসেনা ওই বন্দরে সরতে শুরু করেছে। নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে ভারত মহাসাগরে লজিস্টিক হাব তৈরি করতে চাইছে চীন। এর ফলে চীনের আর্থিক উন্নতি হবে।

 

Related Posts

Leave a Reply