May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বিস্ময়কর এক অস্ত্র তৈরি করে ফেললো চীন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

যা এতদিন ছিল কল্পনার বস্তু, জায়গা পেতো হলিউডি সিনেমা বা বিদেশী গল্প উপন্যাসের পাতায়, তাই এবার রূপ নিলো বাস্তবের। এক বিস্ময়কর অস্ত্র তৈরি করছে শি জিনপিং এর দেশ। রাইফেলের আদলে তৈরি অস্ত্রটি আদতে একটি লেজার গান। এই অস্ত্র থেকে নির্গত শক্তিশালী লেজার রশ্মি প্রায় এক কিলোমিটার দূরে আঘাত হেনে মারাত্মকভাবে পুড়িয়ে দিতে বা আগুন ধরিয়ে দিতে পারে সামনে থাকা শত্রুপক্ষকে। অনেক বিশেষজ্ঞই বলছেন, অদূর ভবিষ্যতে এটাই হতে চলেছে বিশ্বের সবচেয়ে মারাত্মক হাতে বহনযোগ্য অস্ত্র, যার নাম দেওয়া হয়েছে জেডকেজেডএম-৫০০।

পরপর ১০০০ বার ফায়ার করা যাবে এটি থেকে। ফায়ারের সময় লাগবে মাত্র ২ সেকেন্ড। গাড়ি কিংবা জাহাজেও লাগানো যাবে এই অস্ত্রের কিছুটা ভিন্ন সংস্করণ। চীনের মারাত্মক এই সর্বাধুনিক অস্ত্র এক কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে মেরে ফেলতে পারে। আর তার জন্য প্রয়োজন হবে মাত্র একটি আলোকরশ্মি, যা খালি চোখে দেখাও যাবে না। প্রয়োজন হবে না কোনো গুলির। শুধু ব্যাটারির চার্জেই চলবে এই অস্ত্র। অস্ত্রটির ওজন হবে আনুমানিক তিন কেজি। আর আয়তনে হবে অনেকটা একে ৪৭ রাইফেলের মতো।

অস্ত্রটি থেকে নিক্ষিপ্ত রশ্মি ঢুকে যাবে শত্রুর শরীরে। তারপর কষ্টদায়ক মৃত্যু ডেকে আনবে। পুড়িয়ে দেবে যে কোনো দাহ্য বস্তু। এমনকি গাড়ির টায়ারেও আগুন ধরিয়ে দিতে সক্ষম এই অস্ত্র। কবে নাগাদ সামরিক বাহিনীর হাতে অস্ত্রটি আসবে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, চীনে ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে সেই অস্ত্র।

 

Related Posts

Leave a Reply