May 21, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

আধুনিক ‘থেরাপি’ যা নেশাকে করবে চিরতরে বিদায় 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

নেশা জাতীয় জিনিসের আসক্তি শুধু নিজের শরীরকেই শেষ করে দে না আপনার সঙ্গে যুক্ত প্রতিটি সম্পর্ককেও শেষ করে দেয় । তাই যত তাড়াতাই এর থেকে মুক্তি পাবেন সেটাই আসল কথা। যদিও ইটা এতো সহজ হয় না। কিন্তু সম্প্রতি  গবেষণায় উঠে এসেছে এমনই এক থেরাপি, যা সাহায্য করবে নেশামুক্তিতে। বিপরীতমুখী ভাবে কাজ করবে নতুন থেরাপিটি। যা আসক্তদের ভবিষ্যতে ড্রাগ আসক্তি থেকে দূরে রাখবে।

সম্প্রতি, গবেষণাটি যে থেরাপি  বিস্কৃত হয়েছে তা প্রথমে ইঁদুরের উপর পরীক্ষা করা হয়। যেখানে ইতিবাচক ফলাফল দেখা গিয়েছে৷

অভ্যাসের বশীভূত হয়ে ড্রাগের আশ্রয় নেওয়া ব্যাক্তিদের মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে বদলে যায়। যা ধরা পড়েছে গবেষণায়। এর নেতিবাচক প্রভাব বাধা দেয় ড্রাগের নেশা থেকে দূরে থাকতে।

সেরোটনিন, এক ধরনের মস্তিষ্ক রাসায়নিক। যা স্নায়ুতন্ত্রে বার্তা পাঠায়, যেটির ভূমিকা মানবদেহে ভীষণই গুরত্বপূর্ণ। গবেষকরা জানিয়েছেন, ড্রাগ আসক্তদের শরীরে এই সেরোটনিন রাসয়নিকটি কাজ করা বন্ধ করে দেয়।

পরীক্ষাটি চলাকালীন নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পরিমান ড্রাগ ইঁদুরের শরীরে ইনজেক্ট করা হত। পরে, অর্ধেক ইঁদুরকে থেরাপিটি এবং বাকিদের শুধুমাত্র সেলাইন দেওয়া হয়। থেরাপি অধীনস্থ ইঁদুরের শরীরে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।

এক গবেষক বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, আমরাই প্রথম এই ধরণের থেরাপি নিয়ে আসতে চলেছি। যেটি ড্রাগের নেশামুক্তিতে সাহায্য করবে বহুমানুষকে।

Related Posts

Leave a Reply