May 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ক্ষিপ্ত রাশিয়ার সরকার, নির্বাসনের মুখে দাঁড়িয়ে ক্রোয়েশিয়ান তারকা ভিদা !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ 
সোচিতে পেনাল্টি শ্যুটআউটে রাশিয়াকে হারায় ক্রোয়েশিয়া৷ সেমিফাইনালে পৌঁছে ড্রেসিংরুমে সেলিব্রেশনে মেতে ওঠে ক্রোয়েশিয়ান ফুটবলাররা৷ সেখানেই ঘটে বিপত্তি৷ যার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে নির্বাসনের মুখে পড়তে পারেন সেদেশের তারকা ফুটবলার ভিদা৷

সেলিব্রেশনের সময় রাশিয়ার বিরুদ্ধে এই জয় ইউক্রেনকে উৎসর্গ করেন ক্রোয়েশিয়ার ফুটবলার ভিদা৷ ক্রোয়েশিয়ান এই ফুটবলারের এই রকম আচরণের ফলে বিতর্ক তৈরি হয়েছে৷ কারণ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে৷ সোভিয়েত ভাঙ্গার পর ইউক্রেনের মধ্যে পড়া ক্রিমিয়ার জনগণ গণভোটে রাশিয়ার পক্ষে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তারপরই ক্রিমিয়া হাতছাড়া হয় ইউক্রেনের৷

এই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের প্রতি যুদ্ধংদেহী মনোভাব নিয়ে চলছে৷ বিশ্বকাপে রাশিয়াকে হারানোর পর ইউক্রেনের বন্দনা গেয়ে কার্যত ভিমরুলের চাকেই ঢিল মারলেন ক্রোয়েশিয়ার এই তারকা ফুটবলার ভিদা৷ ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমে সেলিব্রশেনের সময় প্রাক্তন সতীর্থ ওগজেন ভুকোজেভিচের সঙ্গে একটি ভিডিও শ্যুট করেন ভিদা৷ সেই ভিডিওর শুরুতেই ভিদা বলে ওঠেন, ‘গ্লোরি ফর ইউক্রেন৷’

ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির নিয়ম অনুয়ায়ী ম্যাচ চলাকালীন কোন ফুটবলার দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে বা কোনও রকম উস্কানিমূলক আচরণ করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে৷ সেক্ষেত্রে অভিযুক্ত ফুটবলারকে ২ ম্যাচ পর্যন্ত নির্বাসনে পাঠাতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা৷ ভিদার ক্ষেত্রে তার করা মন্তব্য খতিয়ে দেখছে ফিফা৷ এরপরই তার খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে ফিফার কমিটি৷ অন্যদিকে ভিদার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাস্তির দাবী জানিয়েছে রাশিয়ার সরকার৷

Related Posts

Leave a Reply