May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে সংখ্যার বিচারে ছেলেদের টেক্কা দিচ্ছে মেয়েরা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দ্রুত পাল্টে যাচ্ছে একুশ শতকের পৃথিবী। নারী শিক্ষাও এই পরিবর্তনের বাইরে থাকছে না। গোটা বিশ্বে মহিলাদের শিক্ষায় পিছিয়ে থাকার যে চিত্র এতদিন দেখা যেত, সেই ছবিটা পাল্টে যাচ্ছে দ্রুত। উচ্চশিক্ষায় ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগে পুরুষদেরই প্রাধান্য ছিল। তবে সম্প্রতি পরিস্থিতি পাল্টেছে। এখন ছেলেদের থেকে মহিলারাই উচ্চশিক্ষায় আগ্রহ দেখাচ্ছে বেশি।

সম্প্রতি ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর পরিসংখ্যান বিশ্লেষণ করে গবেষণা সংস্থা ইউকাস জানাচ্ছে, এবার ছেলেদের থেকে ৯৮ হাজার বেশি মহিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন জানিয়েছে। ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন আবেদনে ছাত্রীসংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার। আর ছাত্রসংখ্যা ২ লাখ ৬৯ হাজার।

উচ্চশিক্ষায় ব্রিটিশ মহিলাদের এগিয়ে থাকা শুধু এই বছরই নয়, গত বছরও তা বেশিই ছিল। গত বছর ছাত্রদের তুলনায় ৯৬ হাজার বেশি ছাত্রী এই শ্রেণীতে আবেদন করেন। সম্প্রতি বেশ কয়েক বছর ধরেই মহিলারা উচ্চশিক্ষায় পুরুষের তুলনায় বেশি আগ্রহ দেখাচ্ছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদগুলোতে উচ্চশিক্ষিত মহিলারাই এগিয়ে থাকছেন।

 

Related Posts

Leave a Reply