May 15, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular খেলা

নেইমারের মাঠে গড়াগড়ির বিভিন্ন ভঙ্গিমার ছবি দিয়ে তৈরী হলো ইংরেজি বর্ণমালা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাশিয়া বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে নেইমার যতটা না নজর কেড়েছেন। তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন মাঠে গড়াগড়ি খাওয়া নিয়ে। বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিলেও তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলিং থেমে নেই। এবার নেইমারের পড়ে যাওয়ার সেইসব ছবি দিয়ে রীতিমতো ইংরেজি বর্ণমালা তৈরি করে ফেললেন এক ডিজাইনার। যিনি নিজেও ব্রাজিলের একজন নাগরিক!

ডিজাইনার লুসিয়ানা জ্যাকবের এই কাণ্ড ইতিমধ্যেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। নেইমারের এই ধরণের কাণ্ডে যারা বিরক্ত তারা তো বটেই; জ্যাকবের ‘শিল্পকর্ম’ দেখে বেজায় খুশি হয়েছে ব্রাজিল বিরোধীরাও। ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ ‘A’ থেকে শুরু করে রীতিমতো শেষ বর্ণ ‘Z’ পর্যন্ত সাজানো হয়েছে শুধুমাত্র নেইমারের বিভিন্ন সময়ের পড়ে যাওয়ার ছবি নিয়ে।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে মারাত্মক ইনজুরি থেকে সেরে উঠে তিন মাস পর মাঠে ফেরেন নেইমার। অনেকের মতেই, রাশিয়া বিশ্বকাপে তার পারফর্মেন্স মোটেও ভালো ছিল না। তার ওপর নির্ভর করে শিরোপা জয়ের মিশনে আসা ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনালেই। তবে আলোচনায় থেকে যায়, ফাউল আদায়ের জন্য নেইমারের মাঠে গড়াগড়ি করার অভিনয়! যদিও বিশ্বকাপে মোট ২৩ বার ফাউল করা হয়েছে নেইমারকে।

 

Related Posts

Leave a Reply