May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ফাইনালের আগে ফ্রান্সের এগিয়ে থাকার কিছু অসাধারণ পরিসংখ্যান !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স। টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে চলেছে দলটি। আর্জেন্টিনা, উরুগুয়ে ও বেলজিয়ামের মতো দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ফরাসিরা। শিরোপা জয়ের শেষ লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ প্রথমবার ফাইনাল খেলা ক্রোয়েশিয়া।

ফাইনাল ম্যাচের আগে সব দিক থেকেই এগিয়ে রয়েছে ফ্রান্স। এর বেশ কিছু কারণও রয়েছে। ডিফেন্স এবং আক্রমণ উভয় জায়গাতেই টুর্নামেন্ট জুড়ে ফরাসিরা ছিল ঐক্যবদ্ধ।

পরিসংখ্যান বলছে……

*টুর্নামেন্টের শুরু থেকে এ পর্যন্ত ফ্রান্স একবারই প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিল। নয় মিনিটের জন্য আর্জেন্টিনার বিপক্ষে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল।

*ব্যাক পজিশনে ৪৮ বার বল দখলে জয়ী হয়েছেন ফ্রান্সের মিডফিল্ডার এনগোলো কন্তে। টুর্নামেন্টে এখন পর্যন্ত যা সর্বোচ্চ।

*সবশেষ যে কটি ম্যাচে খেলেছেন তার প্রতিটিতেই অন্তত সাতটি করে শট সেভ করেছেন গোলকিপার হুগো লরিস।

*সবশেষ ১১ ম্যাচের আটটিতেই জিতেছে ফ্রান্স। ওই ম্যাচগুলোতে তাদের জয় পাওয়ার হার ৭৩ শতাংশ। বিশ্বকাপে অংশ নেওয়া দলের কোচদের মধ্য দিদিয়ের দেশম জয়ী হয়েছেন সবচেয়ে বেশি।

*১৯৫৮ সালের বিশ্বকাপে পেলের পর প্রথম টিনেজার হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে দুই গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল কিংবদন্তির এই রেকর্ড স্পর্শ করেন ফরাসি তরুণ।

 

Related Posts

Leave a Reply