May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আজকের মতো করে মঙ্গলকে দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও ৩২ বছর

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

আজ না দেখলে অপেক্ষা করতে ভবে আরও ৩২ বছর। প্রতিবেশী গ্রহ মঙ্গল আজকের পর আবার দূরে চলে যাবে পৃথিবী থেকে।  তখন খালি চোখে তো দূর, কোনোমতেই এর দর্শন করতে পারবে না ধরিত্রীর বাসিন্দারা। মহাকাশ নিয়ে বরাবরই আমাদের জিজ্ঞাসার শেষ নেই। পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহ নিয়ে গবেষণারও শেষ নেই।পৃথিবীবাসী বরাবরই চাঁদ, মঙ্গলে যেতে বা দেখতে উৎসুক। যাওয়া না হলেও দেখার ইচ্ছাটা আজই পূরণ হতে পারে তাও প্রথিবীতে বসে বসেই। প্রতিবেশী গ্রহ মঙ্গল ১৫ বছরের মধ্যে পৃথিবীর এতটাই কাছাকাছি চলে এসেছে যে আজ রাতে পৃথিবী থেকে খালি চোখে দেখা যেতে পারে লাল রঙের এই গ্রহটিকে। এখন পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব মাত্র ৫৭.৬ মিলিয়ন কিলোমিটার। জানিয়ে রাখি শেষ ২০০৩ সালে পৃথিবীর এতটা কাছাকাছি এসেছিল মঙ্গলগ্রহ।

সবাইকে ঘর থেকে বেরিয়ে মঙ্গলগ্রহ দেখার আমন্ত্রণ জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে মনে রাখবেন আজ এই সুযোগ হাতছাড়া করলে, ২০৫০ সালের আগে আর মঙ্গলগ্রহকে এতটা কাছ থেকে দেখার সুযোগ মিলবে না কিন্তু। তাই অধীরে অপেক্ষা করুন মঙ্গল দর্শনের জন্য।

Related Posts

Leave a Reply