May 13, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৭ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র লুম্বুক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪৭ জনে দাঁড়িয়েছে। গত রবিবার সকালে ওই ভূমিকম্প সেখানে আঘাত হানে। এতে আহত হয়েছেন ১৪৪৭ জন মানুষ। দ্বীপের প্রায় ৮০ শতাংশ ঘর-বাড়ি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ি সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অনেক এলাকায় ত্রাণ পৌঁছতে সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট কর্মীরা।

এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হানলো ওই দ্বীপে। মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭। এরপরই সুনামি সর্তকতাও জারি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।

এর আগে একই জায়গায় ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হন। সেই সময় পাহাড়ে ধ্বস নামার ফলে দ্বীপটির বিভিন্ন এলাকায় কয়েকশ’ পর্যটক দীর্ঘ সময় আটকে পড়েছিলেন, পরে তাদের উদ্ধার করা হয়।

 

Related Posts

Leave a Reply