May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্যালিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলো কলম্বিয়া 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্যালিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো কলম্বিয়া।সেদেশের নব নির্বাচিত প্রেসিডেন্ট ইভান দুক দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগেই এই স্বীকৃতি দেওয়া হলো। বুধবার প্রকাশিত কলম্বিয়া পররাষ্ট্র মন্ত্রকের একটি চিঠি থেকে একথা জানা যায়। খবর এএফপি’র।

চলতি মাসের ৩ তারিখের ওই চিঠিতে বলা হয়, ‘আমি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে কলম্বিয়া সরকারের পক্ষে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্যালিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ সান্তোসের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া অ্যাঙ্গেলা হলগুইন এই চিঠিতে স্বাক্ষর করেন। এদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী কার্লোস হলমেস বলেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম অনুযায়ী আগের সরকারের সিদ্ধান্তের ‘তাৎপর্য’ তিনি পর্যালোচনা করবেন।

তিনি বলেন, ‘নতুন সরকারের অগ্রাধিকার হচ্ছে তাদের মিত্র দেশের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সোমবার কলম্বিয়া সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন তিনি।

 

Related Posts

Leave a Reply