May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভোট জিতেই রাতারাতি কোটিপতি বনেগেলেন ইমরানের দলের এক চা-ওয়ালা সাংসদ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভোটে জেতার পরই আসল চেহারাটা বেরিয়ে পড়ল। চা’ওয়ালা সংসদ সদস্য রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। দলের সাংসদের এমন কেচ্ছায় বেকায়দায় তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান।

পাকিস্তানে সাধারণ নির্বাচনের সময়ে খাইবার পাখতুনখাওয়ার বাজাউর আসনের প্রার্থী গুল জাফর খানকে চা-ওয়ালা বলে প্রচার করেছিল পিটিআই। চা-ওয়ালা হওয়ায় নরেন্দ্র মোদির মতো গুল জাফরও সাড়া ফেলেছিলেন প্রচারে। মানুষ সমর্থনও করেছিল তাকে। কিন্তু ভোট ফুরোতেই বেরিয়ে পড়ল আসল চেহারা। বাধ সাধল পাকিস্তানের নির্বাচন কমিশনে জমা দেওয়া গুল জাফরের আয়ের হিসাব।

পাকিস্তানের নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনু‌যায়ী, গুল জাফরের সম্পত্তির মূল্য ৩ কোটি পাকিস্তানি টাকা। অর্থাৎ চা-ওয়ালা তো নয়ই, গুল জাফর আসলে কোটিপতি। গুল জাফরের এক কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। দুইটি বাড়ি রয়েছে। এক কোটি ২০ লাখ টাকা দামের জমি রয়েছে। গত এক বছরে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় ২০ লক্ষ টাকা।

ইমরানের দলে টিকিট পাওয়ার আগে গুল জাফর রাওয়ালপিন্ডির একটি হোটেলে চা বানাতেন বলে প্রচার করা হয়। সেই ছবি প্রকাশও করা হয়। এই নিয়েই এখন সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তান জুড়ে। ফলে ইমরানের শপথ নেওয়ার আগে পিটিআইয়ের দিকেই আঙুল তুলছে নানা মহল। এমনিতেই পিটিআইয়ের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভি‌যোগ উঠেছে।

জাফর নিজে অবশ্য জনিয়েছেন, চা তৈরি তার পেশা। তবে সাংসদ হিসেবে তার প্রধান কাজ হবে এলাকায় শিক্ষার প্রসার ঘটান। উল্লেখ্য, আগামী ১৮ অগাস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ইমরান খান। তার আগেই ১৩ অগাস্ট ন্যাশনাল আস্যাম্বলির সভা ডেকেছেন প্রেসিডেন্ট মামনুন হোসেন।

মোট ১১৬টি আসন পেয়েছে ইমরান খানের পিটিআই। সরকার গঠন করতে গেলে তাকে ‌জোগাড় করতে হবে ১৩৭ সাংসদের সমর্থন। ফলে জোট রাজনীতিতে ‌যেতেই হচ্ছে ইমরানকে। তবে ইমরান ইতিমধ্যেই দাবি করেছেন, পিটিআই ম্যাজিক ফিগার জোগাড় করে ফেলেছে।

 

Related Posts

Leave a Reply