May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

পৃথিবীর ভয়ঙ্কররতম ৫ টি ঘূর্ণিঝড়ের মধ্যে তিনটি-ই আছড়ে পরে বাংলাদেশে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০ টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তা অনেক সময় ভয়াবহ ক্ষতি সাধন করে। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ঝড় আঘাত হেনেছে বাংলাদেশে।

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ৫ ঝড়ের বিবরণ নিম্নে উল্লেখ্য করা হলো- যে সমস্ত ঝড় গুলো প্রশান্ত মহাসাগরের টাইফুন, অ্যাটলান্টিকের হারিকেন এবং ভারত মহাসাগরের সাইক্লোন নামে পরিচিত।

১। ২০০৮: নার্গিস (মায়ানমার)- দক্ষিণ পূর্ব এশিয়ার ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হলো নার্গিস৷ ২০০৮ সালের মে মাসে যেটি মায়ানমারে আঘাত হানে৷ এতে প্রাণ হারায় ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ৷ ৪ লাখ ৫০ হাজার ঘর-বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়৷

২। ১৯৯১ সাল: বাংলাদেশ- বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, যেটি ২৯শে এপ্রিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছিল৷ সমুদ্রের জলের উচ্চতা পৌঁছে গিয়েছিল সাত মিটার উঁচুতে৷ এতে প্রাণ হারিয়েছিল উপকূলের অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ৷

৩। ১৮৭৬: দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ- ১৮৭৬ সালের অক্টোবরে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে বরিশালের বাকেরগঞ্জে৷ সেই সময় ব্রিটিশ শাসন করছিলো অবিভক্ত বাংলাকে৷ ভয়াবহ সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল অন্তত ২ লাখ মানুষ৷

৪। ১৯৭০ সাল: ভোলা সাইক্লোন, বাংলাদেশ- বিশ্ব ইতিহাসের ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বলা হয় ভোলা সাইক্লোনকে৷ ১৯৭০ সালের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে বয়ে যায় সাইক্লোন৷ ঐ ঝড়ে প্রাণ হারায় অন্তত পাঁচ লাখ মানুষ, যাদের মধ্যে এক লাখই ছিলেন জেলে৷

৫। ১৮৮১ সাল: হাইফোং, ভিয়েতনাম- ১৮৮১ সালের অক্টোবর মাসে ভিয়েতনামের হাইফোং শহরে ভয়াবহ টাইফুন আঘাত হানে৷ এতে প্রাণ হারায় ৩ লাখ মানুষ৷

 

Related Posts

Leave a Reply