May 24, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ধর্ম

সাদাই কেন বৈধ্যবের নিশানী ?

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
সময় যতই এগিয়ে যাক। সেই আদি থেকে আধুনিক সব কালেই বৈধব্য মানেই সাদা বসন পরিহিতা নারীর ছবি দেখতেই আমরা অভ্যস্ত। স্বামী মারা গেলে হিন্দু মহিলাদের মধ্যে সাদা পোশাক পরার রীতি চলে আসছে যুগ যুগ ধরে৷ কিন্তু কেন এই সাদা পোশাক সেটা জানেন কি ?
মানুষের কামনা বাসনা প্রকৃতির অধীন, তার থেকে কেউ নিষ্কৃতি পেতে পারে না, এমন বিশ্বাস মানুষের মনে দৃঢ় হতে শুরু করে প্রাচীনকাল থেকেই৷ কিন্তু সমাজের মঙ্গল সাধনের জন্য কিছু নিয়ম কানুন মেনে চলা প্রয়োজন৷ আর এই নিয়মের মধ্যেই জায়গা করে নেয় সাদা রংটি৷ সাদা রং ত্যাগ, নির্মলতা, শুভ্রতার প্রতীক৷ জ্ঞানী ব্যক্তিরা সাদা পোশাক পরার রীতিও চালু করেন৷ সাদা পোশাকে মনও স্নিগ্ধ থাকে৷ মনে শ্রদ্ধা-ভাব-ভক্তির সঞ্চার হয় বলে মনে করা হয়৷ যা কামনা-বাসনাকে প্রতিহত করতে সাহায্য করে৷  
আর মহিলাকেও এই সাদা পোশাকে কামাক্ত বলে মনে হয় না৷ পাশাপাশি অলঙ্কার কামনা বাসনার উদ্রেক করে বলে মনে করা হয়৷ আর তা নারীমনের অতৃপ্তিকে আরও বাড়িয়ে তোলে৷ অনেক সময় অনেক অঘটনও ঘটে যায়, যা সমাজের চোখে অপরাধ বলে বিবেচিত৷ তাই সব সমস্যার সমাধানে সাদা রংকেই বেছে নেয়া হয়েছে বহুকাল আগেই৷ 
তাই স্বামীহীনা নারীদের সাদা পোশাক পরার রীতিই চলে আসছে৷ যদিও এসব নিয়ম-রীতিনীতির অনেক বদল ঘটেছে৷ দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন সাধন হয়েছে অনেকক্ষেত্রে৷

Related Posts

Leave a Reply