May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

Known company shoes come in the pavement!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পায়ের তলায় থাকলেও জুতা মানুষের জীবনের অপরিহার্য অংশ। কোথাও কোথাও এই জুতোই ব্যক্তির শরীর নয় শুধু, ব্যক্তিত্বকেও বহন করে। তাই, ব্যক্তিত্ব বজায় রাখতে নামিদামি কোম্পানির জুতোতে পা গলাবেন সামর্থ্যবানরা এটাই স্বাভাবিক। কিন্তু ইচ্ছা থাকলেও অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না নামিদামি প্রতিষ্ঠানের জুতো কেনা।

আরও পড়ুন : হাতির গোবর দিয়ে কোটিপতি!

পকেটে পয়সা না থাকলেও পায়ে জুতো থাকতেই হবে । তাই স্বল্প আয়ের মানুষের জন্যও আছে সস্তার জুতো । সব সময় দোকানে না থেকে সেটা কখনো কখনো নেমে আসে ফুটপাতে। যদিও ফুটপাত শুনেই অনেকে নাক সিটকান। তেমনি অনেক গুলি জুতোর দোকান দেখতে পাবেন বাংলার রাজধানী কোলকাতার বুকে যেখানে সেখানে। বিশেষ করে ধর্মতলা, শিহালদহ-এর মতো জায়গায়। বাহারি ডিজাইনের ছোট বড় সকলের জন্য জুতার পসরা নিয়ে বসেছে দোকানিরা। এমনকি নামকরা কিছু ব্র্যান্ডের খাঁটি চামড়ার জুতোও চোখে পড়বে এখানে। ২০০ থেকে এক হাজার টাকার মধ্যেই মিলবে ঝকঝকে চক চকে চামড়ার জুতা। মধ্যবিত্ত নিম্নবিত্ত ক্রেতারা চাইলেই এখান থেকে কিনতে পারছেন। অথচ এই একই জুটি নামি-দামি ব্র্যান্ডের শোরুমে বিক্রি হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকায়।

Related Posts

Leave a Reply