May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হতে চলেছে জকোভিচ এবং ডেল পোত্রো 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

উএস ওপেনের পুরুষ সিঙ্গেলস ফাইনালে মুখোমুখি হতে চলেছে নোভাক জকোভিচ ও হুয়ান মার্টিন ডেল পোত্রো। শেষ চারের লড়াইয়ে হাঁটুর ইনজুরির কারণে ম্যাচ শেষ না করেই রাফায়েল নাদাল ম্যাচ ছেড়ে বেরিয়ে গেলে আর্জেন্টাইন তারকা ডেল পোত্রোর ফাইনালে খেলা নিশ্চিত হয়।

নাদাল যখন ম্যাচ ছেড়ে চলে যান তৃতীয় বাছাই ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন ডেল পোত্রো সেই সময় এগিয়ে ছিলেন। ফাইনালে ডেল পোত্রোর প্রতিপক্ষ সার্বিয়ান তারকা জকোভিচ। সেমিফাইনালে ২০১১ ও ২০১৫ বিজয়ী জকোভিচ জাপানীজ তারকা কেই নিশিকোরিকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমের সরাসরি সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। এটি জকোভিচের ইউএস ওপেনে অষ্টম ও ক্যারিয়ারের ২৩তম স্ল্যাম ফাইনাল। ১০ বছরের পুরোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেল পোত্রোর বিরুদ্ধে জকোভিচের জয়ের অনুপাত ১৪:৪। এর মধ্যে ২০০৭ ও ২০১২ সালে ইউএস ওপেনে একটি সেটও হারেননি এই সার্বিয়ান তারকা।

ইনজুরির কারণে ২০১৭ সালের টুর্নামেন্টে না খেলা জকোভিচ পোত্রো সম্পর্কে বলেন, ‘আমরা কখনই কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে একে অপরের বিপক্ষে খেলিনি। একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। অতীতে ইনজুরির কারণে তার বেশ সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু সে সত্যিকার অর্থেই একজন বড় মাপের খেলোয়াড়। বড় ম্যাচে সে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছে।’

 

Related Posts

Leave a Reply