May 10, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিশ্বের ৮২ কোটি ১০ লাখ মানুষ আধপেটা খেয়ে বেঁচেছিল গত বছর!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বজুড়ে এক টানা ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ২০১৭ সালে বিশ্বের ৮২ কোটি ১০ লাখ মানুষ ক্ষুধার্ত ছিল বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার জাতিসঙ্ঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বের ৯ জনের একজনই প্রয়োজনীয় খাদ্য থেকে বঞ্চিত থেকেছে। ক্ষুধার্ত মানুষের এই চিত্র তুলে ধরে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে আরো বলা হয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ১৫ কোটির দৈহিক স্বাভাবিক বিকাশ আটকে রয়েছে পুষ্টিহীনতার কারণে। যা বিশ্বের মোট শিশুর ২২ শতাংশ।

গবেষকরা বলছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে গেছে বন্যা, তাপদাহ, ঝড়, খরা। প্রতিকূল আবহাওয়া শস্য উৎপাদনকে ব্যাহত করছে। এই সঙ্কট থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সম্মিলিতভাবে এই প্রতিবেদনটি তৈরি করেছে।

 

Related Posts

Leave a Reply