May 15, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

এই শহরে পাবেন ১৪০ টি ভাষায় কথা বলা মানুষ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

এমনিতে এটি উত্তর আমেরিকার সর্ববৃহৎ দেশ কানাডার সর্ববৃহৎ শহর। কিন্তু এর আরেকটি দিক দিয়েও রেকর্ড রয়েছে! এই শহরটিতে ব্যবহৃত হয় অন্তত ১৪০ টি ভাষা। শহরটি হল টরেন্টো। কানাডার এই শহরের মানুষ ১৪০টি ভাষায় কথা বলেন।

টরেন্টো কেন বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের কাছে প্রিয় সেটা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। ২৭ বছর ধরে এই শহরের বাসিন্দা ব্রুস পুন টিপ জানান, ‘মানুষ টরেন্টোকে ভালোবাসে তার সুন্দর সুন্দর লেকের জন্য। এছাড়া টরেন্টোর পার্ক, গাছের লম্বা সাড়ি মানুষকে টানে।’ এমআইটির গবেষণার দেখা গেছে সর্বোচ্চ গাছের সারিসমেত শহরের তালিকায় টরেন্টোর স্থান চার-এ।

টরেন্টোর জনপ্রিয়তার পেছনে আরেকটি কারণ বলতে গিয়ে ব্রুস পুন টিপ আরও বলেন, ‘বড় শহরের সুবিধা ছোট শহরের খরচে দিয়ে দেয় টরেন্টো। এছাড়া এটা পরিচ্ছন্ন ও নিরাপদ।’এছাড়া এটি সংস্কৃতি, মানুষ ও চিন্তার দিক থেকে বৈচিত্র্যকে তুলে ধরে।

Related Posts

Leave a Reply