May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

হোয়াটস অ্যাপে এক সঙ্গে ৪ জনের সঙ্গে করা যাবে ভিডিও চ্যাট! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ  

বার একজন নয়, একই সঙ্গে চারজনের সঙ্গে ভিডিও চ্যাটের সুযোগ পাবেন   হোয়াটস অ্যাপ ইউজাররা৷ সংস্থা আগেই এনেছিল ভিডিও কলিংয়ের ফিচারটি৷ সেই ফিচারটিকেই নতুনভাবে নিয়ে এল কর্তৃপক্ষ৷ সম্প্রতি, হোয়াটস অ্যাপ গ্রুপ ভিডিও কলিংয়ের ফিচারটি ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মতি জানায়৷ ফিচারটি অ্যন্ড্রয়েড ও আইফোন উভয় ব্যবহারকারীরাই পাবেন৷

২০১৪ সালে হোয়াটস অ্যাপ এনেছিল ভয়েস কলিংয়ের সুবিধে৷ এর ঠিক দুই বছর পর ২০১৬ তারা এনেছিল ভিডিও চ্যাটিং ফিচার৷ তথ্য অনুসারে, প্রতিদিন ফোনে কথা বলে দুই বিলিয়ন মিনিট সময় কাটিয়ে দেয় স্মার্টফোন ব্যবহারকারীরা৷ প্রত্যেক মাসে হোয়াটস অ্যাপ ব্যবহার করেন গড়ে ১.৫ বিলিয়ন মানুষ৷

‘হোয়াটস অ্যাপ গ্রুপ কলিং’ ফিচারটির মাধ্যমে এখন একই সঙ্গে আরও তিনজনের সঙ্গে ভিডিও চ্যাট করা সম্ভব হবে৷ কতৃপক্ষের বক্তব্য, ‘গ্রুপ কলিংয়ে যে কোন সময় যে কোন মুহূর্তে মোট চারজনের সঙ্গে একই সাথে চ্যাট করা সম্ভব হবে৷’কিভাবে ব্যবহার করবেন‘হোয়াটস অ্যাপ গ্রুপ কলিং’ফিচারটি?

প্রথমে, ওয়ান-অন-ওয়ান ভিডিও কল দিয়ে শুরু করুন৷ কলটি কানেকটেড হয়ে গেলে ‘অ্যাড পার্টিসিপেন্ট’ অপসনটিকে খুঁজে বের করে সিলেক্ট করুন৷ একই পদ্ধতিতে আরও একজনকে অ্যাড করুন৷ এভাবেই সর্বোচ্চ চার জন পর্যন্ত ব্যবহারকারীকে অ্যাড করতে পারবেন৷ একই নিয়মে হোয়াটস অ্যাপ অডিও গ্রুপ কলিং ফিচারটিও ব্যবহার করতে পারেন৷

 

Related Posts

Leave a Reply