May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

হতে চলেছে ভারত-রাশিয়ার সবচেয়ে বড় ডিফেন্স ডিল!  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

র কিছুদিন পরই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এস-৪০০ সহ একাধিক ডিফেন্স ডিল হবে বলেই আশা করছে অভিজ্ঞমহল। আর এই ডিলকে ভারতীয় প্রতিরক্ষা খাতে সবচেয়ে বড়ো অস্ত্র-চুক্তি হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে।

এবার রাশিয়ার কাছ থেকে ভারত বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র কিনতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রুশ এস-৪০০ ট্রায়াম্ফ। ১১৩৫৬ ফ্রিজেট, ৪৮টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার এবং ২০০টি কেএ-২২৬টি (T) হেলিকপ্টার নিতে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হতে পারে বলেও মনে করা হচ্ছে।

একনজরে যা থাকছে চুক্তির তালিকায়:
১. ৪০,০০০ কোটি টাকার S-400 এয়ার ডিফেন্স মিসাইল ডিল
২. AK-103 অ্যাসল্ট রাইফেল তৈরি করা হবে যৌথভাবে
৩. ভারতীয় সংস্থা HAL ও রুশ সংস্থা Rostec-এর মধ্যে হবে চুক্তি। দুই সংস্থা মিলে ২০০টি Kamov-226T হেলিকপ্টার তৈরি করবে।
৪. চারটি তলোয়ার ক্লাস ফ্রিজেট
৫. দুটি IL-78 ট্রান্সপোর্ট প্লেন তৈরি হবে, যাতে থাকবে ইজরায়েলের ওয়ার্নিং সিস্টেম।
৬. রাশিয়ার ইউরি গ্যাগারিয়ান কসমোনট ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেবেন ভারতের ইসরোর মহাকাশবিদরা।

 

Related Posts

Leave a Reply