May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বিশ্বের প্রথম সমকামী প্রধানমন্ত্রী ইনি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকার। শুধু তাই নয়, সে দেশের প্রথম স্বঘোষিত সমকামী প্রধানমন্ত্রীও তিনি। একইসঙ্গে দেশের তরুণ প্রধানমন্ত্রী! মাত্র ৩৮ বছর বয়সে লিও বসেছেন প্রধানমন্ত্রীর আসনে।

ফাইন গেইল পার্টির নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। দলের ১১তম নেতা হিসেবে নির্বাচিত হন লিও ভারাদকারের নাম। তার প্রাপ্ত ভোটের হার ৬০ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিমন কভেনি পেয়েছেন মাত্র ৪০ শতাংশ ভোট। প্রধানমন্ত্রী পদে এন্ডা কেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেলেন লিও ভারাদকার।

প্রধানমন্ত্রী বলেন, আমি সমকামী। তবে এটাই আমার পরিচয় নয়। আমি আধা-ভারতীয় রাজনীতিক নই, চিকিৎসক-রাজনীতিকও নই, আবার সমকামী-রাজনীতিকও নই। এগুলো আমার চরিত্রের অংশমাত্র।’ এভাবেই নিজের পরিচয় দেন ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকর।

তার বাবা অশোক ভারাদকার পেশায় চিকিৎসক ছিলেন।  তিনি মুাম্বইয়ের বাসিন্দা। ১৯৬০ সালে ইংল্যান্ডে প্র্যাকটিস করতে যান তিনি। সেখানেই আলাপ হয় মিরিয়াম নামে এক নার্সের সঙ্গে। পরে বিয়ে করেন তাকে। ১৯৭৯ সালে ডাবলিনে জন্ম হয় লিও ভারাদকারের। আয়ারল্যান্ডের রাজনীতিতে পা রাখেন ২২ বছর বয়সে। ২৭ বছর বয়সে পার্লামেন্টে নির্বাচিত হন। এখন আয়ারল্যান্ডের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হলেন লিও। এ মাসের শেষেই প্রধানমন্ত্রীর শপথ নেবেন তিনি।

সমকামীদের মর্যাদা আদায়ের দাবিতে অনেক আন্দোলন হয়েছে আয়ারল্যান্ডে। ২০১৫ সালে সমকামী বিয়ে বৈধতা পায়। একসময় কেউ সমকামী, এ কথা জানা গেলেই শুরু হতো অত্যাচার, নির্যাতন, হেনস্থা। ধোপা-নাপিত বন্ধ করাই শুধু নয়, খুনও হতে হয়েছে সমকামী সম্পর্ক জানাজানি হওয়াতে। সেই দেশেই এবার এমন একজন প্রধানমন্ত্রী হলেন, যিনি ‘স্বগর্বে’ নিজেকে ‘সমকামী’ বললেন। আয়ারল্যান্ডের বিচারে এ এক অন্য দিন।

Related Posts

Leave a Reply