May 16, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

জানেন কি মিথ্যাবাদীরা তুখোড় স্মরণশক্তির অধিকারী 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

নর্থ ফ্লোরিডা, শেফিল্ড এবং স্টারলিং বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা তাদের গবেষণার জন্যে ৪টি ব্রিটিশ স্কুল থেকে বাছাইকৃত ১১৪ জন শিশুর উপর একটি গবেষণামূলক পরীক্ষা চালান।

মনোবিজ্ঞান গবেষকরা দেখতে পেয়েছেন যে, ভালো স্মরণশক্তির অধিকারী শিশুরা সবচেয়ে ভালোভাবে মিথ্যা বলতে পারে। তাঁরা ছয় আর সাত বছর বয়সী কিছু শিশুকে একটি খুব সাধারণ খেলায় কারসাজি করার সুয়োগ দিয়ে তা নিয়ে মিথ্যা বলার অনুমতি দেন।

পরে দেখা গেল যেসব শিশু খুব ভালো মিথ্যাবাদী, তারা স্মরণশক্তির পরীক্ষায় ভালো করেছে। এর মানে হলো, তারা অনেক পরিমান তথ্য নাড়াচাড়ায় দক্ষ। প্রশ্নোত্তরের একটি খেলায় লুকানো ক্যামেরায় তাঁরা খুব সহজেই ঐসব শিশুকে চিহ্নিত করেন যারা দেখে প্রশ্নের উত্তর দিয়েছিল, যদিও তাদের বলা হয়েছিল না দেখার জন্যে।

আশ্চর্যজনক একটি তথ্য হলো, মাত্র এক-চতুর্থাংশ শিশু উত্তর দেখার প্রতারণার আশ্রয় নিয়েছিল। এরপর আরো প্রশ্ন করে গবেষকরা জানতে পারেন কে বেশী মিথ্যাবাদী, আর কে কম মিথ্যাবাদী। তাঁরা বিশেষভাবে দেখতে চেয়েছিলেন, কারা ভালোভাবে মিথ্যা ঢাকতে সমর্থ।

আর যারা ভালো মিথ্যাবাদী, শব্দের ব্যাপারে তাদের ভালো স্মরণশক্তি রয়েছে, যদিও এমন কোন প্রমান পাওয়া যায়নি যে ছবি স্মরণ করার ব্যাপারেও তারা একই রকম দক্ষ। গবেষকরা বলছেন, এটা এ কারণে যে মিথ্যা বলতে প্রচুর কথা মনে রাখতে হয়, ছবি খুব একটা মনে না রাখলেও চলে।

Related Posts

Leave a Reply