May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এবার আপনার না-ঘুমের দেখভাল করবে ওয়াচ অ্যাপ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বার ঘুমের জন্য টিপস দেবে অ্যাপ৷ হ্যাঁ, স্মার্টওয়াচের জন্য বিশেষভাবে বানানো হয়েছে এই অ্যাপ। নাম ‘স্লিপগার্ড’৷ ইউকে ও নর্থইস্টের গবেষকদের কারণেই গ্রাহক এই অভিনব অ্যাপটি পেতে চলেছে৷ ইতিমধ্যেই অ্যাপটি ১৫ জন মানুষের ওপর পরীক্ষা করা হয়েছে৷ যার মাধ্যমে স্লিপ কোয়ালিটি পর্যবেক্ষণ করা হয়৷ শুধু তাই নয়, কম ঘুম, অনিদ্রার কারণ খোঁজারও চেষ্টা করা হয়৷

স্বাভাবিকের থেকে কম ঘুম বা অনিদ্রার কারণ কী, কীভাবেই বা মুক্তি পাওয়া সম্ভব এই সমস্যা থেকে তারই সমাধানে সাহায্য করবে এই নতুন প্রযুক্তি৷ এমনটাই আশা করছেন গবেষকরা৷ কিন্তু, খুব সহজেই এই ধরণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে৷ কীভাবে? বেডরুমের আলোতে পরিবর্তন, বেশি শব্দকে এড়িয়ে যাওয়া, শয়নভঙ্গি এবং হাতের পজিশন পরিবর্তন করে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যেতে পারে৷

স্লিপগার্ড প্রধানত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ক্যাপচার করে থাকে৷ গবেষকরা জানাচ্ছেন, বডি মুভমেন্টের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত স্লিপ কোয়ালিটির বিষয়টি৷ স্লিপগার্ড সাধারণত বেসিক স্লিপ পসচারকে ক্যাপচার করতে পারে৷ সঠিক ঘুমের সঙ্গে শয়নভঙ্গির খুবই গভীর সম্পর্ক রয়েছে৷

 

Related Posts

Leave a Reply