May 15, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শিল্প ও সাহিত্য

৪০ বছর পর এই প্রথম সামনে এলো আফ্রিকান মোনালিসা ‘টুটু’!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নাইজেরিয়ার বর্বর গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে আঁকা আফ্রিকান মোনালিসা হিসেবে বিক্ষাত চিত্রকর্ম টুটু এই প্রথম জনসম্মুখে আনা হলো। পশ্চিম আফ্রিকার নামকরা চিত্র প্রদর্শনী আর্ট এক্স লাগোসে চিত্রকর্মটি প্রদর্শিত হয়। বেন এনওনুস নামের একজন চিত্রশিল্পীর আঁকা টুটু নামের ওই চিত্রটিকে আফ্রিকান মোনালিসা নামে ডাকা হয়। গত ২ থেকে ৪ নভেম্বর লাগোসের ভিক্টোরিয়া দ্বীপে ওই প্রদর্শনীতে ১৬ লাখ ডলারে বিক্রি হওয়া চিত্রকর্মটি দেখতে পায় মানুষ। ৪০ বছর আগে হারিয়ে যাওয়া ওই চিত্রকর্মটি আশ্চর্যজনকভাবে গত বছর লন্ডনের একটি বাড়িতে পাওয়া যায়।

১৯৭৪ সালে এটি তৈরি করেন শিল্পী বেন এনওনুস। চিত্রটি তৈরি করার অল্প কিছুদিন পরই সেটি হারিয়ে যায়। নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রাচীন ইউরুবা সম্প্রদায়ের শহর ইফের রানী ছিলেন আদেটুটু আডেমিলুই।  সংক্ষেপে তাকে টুটু নামে ডাকা হতো। নাইজেরিয়ার গ্রামের রাস্তায় চলার সময় তাকে দেখেই চিত্রকর্মটি তৈরি করেন শিল্পী বেন এনওনুস।

 

Related Posts

Leave a Reply