May 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

মিশরে খোঁজ মিললো ৬ হাজার বছরের প্রাচীন বিড়ালের মমির !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মিসরের প্রত্নতত্ত্ববিদরা কায়রোর দক্ষিণে ৬ হাজার বছরের পুরনো একটি বিড়ালের মমির সন্ধান পেয়েছেন। প্রাচীন মিসরীয়রা বিশ্বাস করতেন- ‘মৃত্যুর পরের জীবনে বিড়াল ও অন্য প্রাণীরা এক বিশেষ জায়গা পেয়ে থাকে।’ যেকারণে প্রাচীন মিসরীয়রা দেবতা হিসেবে বিড়াল পুজো করতো।

মিশরের প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রী খালেদ এল-এনি বলেন, গত এপ্রিল মাসে খনন কার্য চলার সময় এটি আবিষ্কার হয়। মিসরের পুরাতত্ত্ব কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, এটাই বিড়ালের প্রথম মমি আবিষ্কার।

Related Posts

Leave a Reply