May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

৪১ হাজারের আলমারিতে মিলল ৬২ কোটি টাকা 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ক্ষের ধনের গল্প প্রায় সকলেই জানেন। কখনও হয়তো অনেকেই ভেবেছেন সেই বিপুল ঐশ্বর্য যদি পাওয়া যেত! কিন্তু অনেকের কপালে সেই ধন জোটেনি আজও। সবার ভাগ্যের লিখন তো আর এক রকম নয়। সেরকমই এক ব্যতিক্রমী সৌভাগ্যবান দম্পতি যুক্তরাষ্ট্রের ড্যান ডটসন ও লরা।

মার্কিন এই দম্পতির কপাল খুলে গেছে নিলামে কেনা একটি আলমারি থেকে। মাত্র ৪১ হাজার টাকায় একটি পুরনো আলমারি কিনে হঠাৎ কোটিপতি বনে গেছেন তারা। মার্কিন টেলিভিশনের জনপ্রিয় শো স্টোরেজ ওয়ারস। সেখানেই এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ওই অনুষ্ঠানে এক নিলামে মাত্র ৫০০ ডলারে (বাংলাদেশি ৪১ হাজার ৯৪১ হাজার টাকা) একটু বেশি দিয়ে একটি আলমারি কিনেন ড্যান ডটসন ও লরা।

আলমারি কিনে তারা লকারটি খুলতে পারছিলেন না। তারপর আরও একজনকে ডাকেন তারা। তিনি অনেক চেষ্টার পর ভেতরের লকারটি খুলতে পারেন। খোলার পর যা দেখেন তাতে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না এই দম্পতি।

কারণ লকারের ভেতরে রয়েছে বান্ডিল বান্ডিল ডলার। হিসেব করে দেখা যায়, লকারে থাকা ডলারের পরিমাণ ৭.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬২ কোটি ৯১ লাখ টাকার চেয়ে কিছু বেশি।

পরে লকারে পাওয়া এই ডলারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেন তারা।

Related Posts

Leave a Reply