May 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ওভারে ৬ টি ছয়ের সঙ্গে দ্রুততম ডাবল সেঞ্চুরি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক ওভারে ছয় ছক্কা হাকাঁনোর ইনিংসটি শেষ পর্যন্ত ডাবল-সেঞ্চুরিতে রূপ দিয়েছেন অস্ট্রেলিয়ার ১৮ বছর বয়সী ক্রিকেটার ওলি ডেভিস। অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে এই বিরল কীর্তি গড়েন তিনি। অ্যাডিলেডে নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক ডেভিস ১১৫ বলে ২০৭ রান করেন। তার ইনিংসে ছিল ১৭ টি ছক্কা। অনুর্ধ্ব-১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে প্রথম কোনো ব্যাটসম্যান ডাবল-সেঞ্চুরির রেকর্ড গড়লেন।

৭৪ টি বল খেলে প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন ডেভিস। তবে ডাবল-সেঞ্চুরিতে পৌঁছাতে এর পর মাত্র ৩৯ টি বল খেলেছেন তিনি। ইনিংসের ৪০তম ওভারে ছয় বলে ছ’টি ছক্কা মারেন ডেভিস। মজার ব্যাপার হলো, ওভারের সবগুলো ছক্কা স্লগ-সুইপ করে মেরেছেন ডেভিস। অনুর্ধ্ব-১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে এক ওভারে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডও এটি। আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের গ্যারিফিল্ড সোবার্স, দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস ও ভারতের যুবরাজ সিংয়ের।

Related Posts

Leave a Reply