May 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বাইকের দাম সাড়ে ৫ কোটি, এ আর এমন কি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

সোনায় মোড়ানো বাইক। ভাবছেন এটি চালানোর অনুভূতিতা নিয়ে তো ! দাঁড়ান, দাঁড়ান আগে দামটা তো শুনে নিন। মাত্র সাড়ে ৫ কোটি। মাথা ঘুরে গেল বুঝি। তবে শখ পূরণের জন্য এই দাম খুব একটা বেশি নয়। বাইকের এত দাম শুনে সাধারণ মানুষ ভড়কে গেলেও কম্পানির দাবি- এ আর এমন কি!

বাইকে সোনার পরত! এমনই বাইক নিয়ে এসেছে বিশ্বের প্রখ্যাত বাইক ব্র্যান্ড হার্লে ডেভিডসন। আর এটাই হলো এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি বাইক, যার দাম ৫.৩৩ কোটি টাকা।

সোনার পাত লাগিয়ে বাইকটি তৈরি করেছে ডেনমার্কের মোটরসাইকেল নির্মাণ কম্পানি। জার্মানির হামবুর্গে চলতি মোটরসাইকেল এক্সপোতে আবরণ সরিয়ে আত্মপ্রকাশ ঘটে সোনালি বাইকের।

হার্লে ডেভিডসনের সবচেয়ে সস্তা বাইক দিল্লি অটো এক্সপোয় প্রদর্শিত হয়েছিল। ৭৫০ সিসি ইঞ্জিনের হার্লে-ডেভিডসন স্ট্রিট ৭৫০ বাইকের দাম ৪.১০ লক্ষ টাকা। হার্লে ব্র্যান্ডের বাইক মূলত রপ্তানির জন্যই বানানো হয়। ভারতেও হার্লের সোনালি বাইক আসতে সময় লাগবে।

Related Posts

Leave a Reply